বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (১৫ফেব্রুয়ারি) শুক্রবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের নগর সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়।

ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি রিদওয়ানুল হক শামসীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান নৈরাজ্যের অবসান ঘটিয়ে অনতিবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী কার্যকর ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রশাসন চরম স্বৈরাচারী হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য না রেখে নিজেদের স্বার্থের অনুকূলে আইন তৈরি করছে।

কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত কোন মিছিল মিটিং সমাবেশ করা যাবে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেটে সম্প্রতি পাশ হওয়া আইনের কঠোর সমালোচনা করেন প্রধান বক্তা শেখ ফজলুল করীম মারুফ।

সম্মেলন শেষে বিগত কমিটি বিলুপ্ত করে প্রধান বক্তা শেখ ফজলুল করীম মারুফ ২০১৯ সেশনের জন্যে নতুন কমিটি হিসেবে সভাপতি রিদওয়ানুল হক শামসী, সহ-সভাপতি মুহাম্মদ আসহাব উদ্দিন ও সাধারন সম্পাদক মুহাম্মদ মুস্তাফিজুর রহমান এর নাম ঘোষণা করেন।

এ নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ প্রশিক্ষন সম্পাদক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প-বানিজ্য বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ