আওয়ার ইসলাম: ঠাকুরগাঁয়ের বহরমপুরে ভারতীয় ৫টি গরু আটকের পর সংঘবদ্ধ একটি চক্র বিজিবির ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে চোরাকারবারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা
বিজিবি ও এলাকাবাসীর সংঘর্ষে চারজন নিহতের ঘটনা ঘটায় ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন মঙ্গলবার রাত পৌনে ১০টায় সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ এ কথা বলেন।
লে কর্নেল জানান, সে হামলায় বিজিবির ৫ সদস্য আহত হয়েছেন। সংঘবদ্ধ চোরাকারবারীরা হামলা চালিয়ে অস্ত্র ছিনিয়ে তাদেরকে হত্যার চেষ্টাকালে বিজিবি আত্মরক্ষায় ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ৫০ বিজিবির এই পরিচালক বলেন, বিজিবির গুলিতে নিহতরা যদি নিরপরাধ হয় তবে সে বিষয়ে পরে জানানো হবে। কত রাউন্ড গুলি বর্ষণ করা হয়েছে এ প্রশ্নে সঠিক উত্তর দেননি।
লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, সংঘবদ্ধ চোরাকারবারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
-আরএইচ