মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি >
কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিতে প্রতি বছরের ন্যায় এবারো কিশোরগঞ্জে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং তানযিমুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বৃহত্তর মোমেনশাহী অঞ্চল)-এর আয়োজনে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে
আজ ১৩ ফেব্রুয়ারি (বুধবার) কিশোরগঞ্জের প্রাণকেন্দ্রে অবস্থিত আল জামিয়াতুল ইমদাদিয়ায় সকাল ৮ ঘটিকা হতে শুরু হয়ে রাত নয়টায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।
প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে পবিত্র উমরা নিজের করেনেন কিশোরগঞ্জ আদর্শ নূরানী হাফিজিয়া মাদরাসার ছাত্র আব্দুল্লাহ যিদনি।
উক্ত প্রতিযোগিতা যথাক্রমে ৫ পারা, ১০ পারা, ২০ পারা, এবং ৩০ পারা গ্রুপে ৯ শত ৯৫ জন প্রতিযোগির অংশগ্রহণে ঢাকা থেকে আগত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর বিচারকদের বিচার কার্যের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে
এতে ৩০ পারা গ্রুপেরপ্রথম স্থান অর্জনকারীক পুরষ্কার হিসেবে পবিত্র ওমরার সুযোগসহ অন্যান্য প্রত্যেক গ্রুপের প্রথম ১৫ জন করে ৬০ জন বিজয়ীদেরকে কয়েক লক্ষ টাকার পুরষ্কার দেয়া হয়। এবং প্রত্যেক অংশগ্রহণকারীকে সান্ত্বনা পুরষ্কার হিসেবে একটি সুদর্শ মগ প্রদান করা হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান মেহমান এবং পুরষ্কার বিতরণ করেছেন কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার মহা-পরিচালক ও ঐতিহাসিক শহীদী মসজিদের খতীব আল্লামা আযহার আলী আনোয়ার শাহ।
-এটি