মুহা. জয়নাল আবেদীন: আজ ১৩ ফেব্রুয়ারি বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পঞ্চগড়ে কাদিয়ানীদের তথাকথিত ইজতেমা বন্ধ ও কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত কওমী মাদরাসা পরিষদ রংপুরের ডাকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রংপুর জুম্মাপাড়া মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ইউনুস আলী, বাইতুল আমান মাদরাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলাম, পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, রংপুর সদর হাসপাতাল জামে মসজিদের ইমাম মাওলানা মাহমুদুর রহমানসহ রংপুরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, আলেম-ওলামা এবং সম্মিলিত ক্বওমী মাদরাসা পরিষদ রংপুরের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, নব্বই ভাগ মুসলমানের দেশে অমুসলিম কাদিয়ানীদের তথাকথিত ইজতেমা করতে দেয়া হবে না। সাথে সাথে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের ন্যায্য দাবি আদায় করা হবে।
উল্লেখ্য, প্রশাসন কর্তৃক পঞ্চগড়ে কাদিয়ানীদের সেই ইজতেমা স্থগিত করায় সরকারকে ধন্যবাদও জানানো হয় এ সমাবেশ থেকে।
আরআর