আওয়ার ইসলাম: বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ছেলে ও ছেলের বউয়ের লাঠির আঘাতে বাবা আব্দুস সাত্তার মোল্লা (৬৫) নিহত হয়েছেন।
শনিবার দুপুরে গাবতলী থানায় ছেলেসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোড়াপূর্বপাড়া গ্রামে আব্দুস সাত্তার মোল্লার নিজস্ব পুকুরে তার ছোট ছেলে জহুরুল ইসলাম মাছ ধরেন।
এ সময় তার বড় ছেলে জয়নাল খবর পেয়ে সেখানে যান। সেখানে গিয়ে জহুরুলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। জয়নাল ও তার স্ত্রী লাঠিসোটা নিয়ে ছোট ভাই জহুরুলের ওপর চড়াও হন।
এ ঘটনা চলতে থাকে রাত পর্যন্ত। রাতে তাদের বাবা বাগবিতণ্ডা থামাতে যান। এ সময় বড় ভাই জয়নাল ছোট ভাই জহুরুলকে এলোপাতাড়ি মারপিট করছিলেন।
তাদের থামাতে গেলে ক্ষিপ্ত হয়ে তারা বাবা আব্দুস সাত্তার ও মা জমেলা বেগমকে লাঠি দিয়ে আঘাত করলে ছাত্তার টনাস্থলেই মারা যান।
-আরএইচ