আওয়ার ইসলাম: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাব-১।
গতকাল বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহরিয়ার পারভেজ, জাহাঙ্গীর, নেপাল পাল ও হাবিব।
র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, কক্সবাজার থেকে প্লেনে করে ইয়াবার এ চালান নিয়ে ঢাকায় আসেন শাহরিয়ার। বিমানবন্দর থেকে বের হয়ে চালানটি সরবরাহের সময় শাহরিয়ারসহ চারজনকে আটক করা হয়।
শাহরিয়ারকে তল্লাশি করে তার কোমরে থাকা বেল্ট থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটকের পর ইয়াবাবিক্রেতা শাহরিয়ার নিজেকে রেডিসন ব্লু হোটেলের জিএম বলে দাবি করেন। কিন্তু যাচাই করলে পরিচয়টি মিথ্যা বলে প্রমাণিত হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এর আগেও অসংখ্যবার প্লেনযাত্রী হিসেবে ২০/২৫ হাজার পিস ইয়াবার চালান নিয়ে ঢাকায় এসেছেন। চালান আনার জন্য কখনো দিনে দু’বারও কক্সবাজার-ঢাকা যাতায়াত করতেন।
-এএ