আওয়ার ইসলাম: চট্টগ্রামের মিরসরাইয়ের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান।
গতকাল বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মিরসরাই কলেজ রোড কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণ করলেও পুড়ে যায় সবক’টি দোকানের মালামাল। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে ওষুধের দোকান, কনফেকশনারি, মুদি, কীটনাশক, জুতা ও লন্ড্রি দোকানের মালামাল।
স্থানীয়রা ধারণা করছেন কোনো একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশনের ইন্সপেক্টর রবিউল আজিম বলেন, রাত সোয়া ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে সীতাকুন্ড ও মিরসরাই ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
আপাতত ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হতে পারে। অগ্নিকাণ্ডে কতো টাকার মালামাল পুড়ে গেছে তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ ঘটনায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
-এএ