আওয়ার ইসলাম: পঞ্চগড়ে কাদিয়ানি সম্প্রদায়ের ইজতেমা কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চমর ক্ষোভ বিরাজ করছ। মুসলমানদের ইমান আকিদা হরণের এ ইজতেমা বন্ধের জন্য গত কয়েকদিন ধরেই তারা দাবি জানিয়েছে আসছেন।
জানা যায়, আজ বুধবার তাদের দাবির প্রেক্ষিতে স্থানীয় উলামায়ে কেরাম ও কাদিয়ানি উভয়পক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে স্থানীয় প্রশাসন।
বুধবার বেলা ১২টায় উলামায়ে কেরামের সাথে এবং ৩টায় কাদিয়ানিদের সঙ্গে প্রশাসনের বৈঠক করার কথা রয়েছে।
এর আগে স্থানীয় উলামায়ে কেরাম ও এলাকাবাসী কাদিয়ানিদের এ ইজতেমা বন্দের দাবিতে সংবাদ সম্মেলন করেন। এরপর তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
ওই স্মারকলিপির প্রেক্ষিতে প্রশাসন আজ বৈঠকের উদ্যোগ নেয় বলে জানা যায়।
প্রসঙ্গত, বিশ্বজুড়ে অমুসলিম ঘোষিত কাদিয়ানি জামাত আগামী ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পঞ্চগড়ে ইজতেমা করার ঘোষণা দিয়েছে। যাতে সাধারণ মুসলমানের বিভ্রান্তির শিকার হচ্ছে। এর প্রেক্ষিতে তারা দাবি জানান এমন ইজতেমা বন্ধ করার।
আরআর