আওয়ার ইসলাম: রাঙ্গামাটির কাপ্তাইয়ে আ’লীগে নতুন যোগ দেওয়া দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এরা হলেন, মংসানু মারমা (৪৫) ও জাহেদ (২৮)।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালের দিকে উপজেলার রাইখালীর কাগিগড়পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মংসানু মারমা সংস্কারবাদী জেএসএস (এমএন লারমা) গ্রুপের সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে মংসানু আওয়ামী লীগে এবং জাহেদ ছাত্রলীগে যোগ দেন।
স্থানীয়রা ধারণা করছেন, আওয়ামী লীগে যোগ দেয়ায় প্রতিপক্ষরা এ ঘটনা ঘটাতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় মংসানু ও জাহেদ কাগিগড়পাড়া-ভালুক্যাপাড়া নামক সড়কে বন বিভাগের বিট অফিসের সামনে অবস্থান করছিলেন। সেই মুহূর্তে ৪-৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মংসানু ও জাহেদ মারা যান।
খবর পেয়ে বিজিবি ও পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থল পৌঁছেন। কারা বা কী কারণে ঘটনাটি ঘটেছে- তাৎক্ষণিক তা বিস্তারিত জানা যায়নি।
চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, দুর্বৃত্তদের ব্রাশফায়ারে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লাশ উদ্ধারে বিজিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে।
আরআর