মুহাম্মদ ইকরামুল হক, চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইমলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম মাদরাসা) পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী বলেছেন, মুসলমান ও কওমি শিক্ষা বিরুদ্ধাচার রুখে দিতে আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হতে হবে।
আজ (১ ফেব্রুয়ারি) জুমাবার মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার দুইদিন ব্যাপী বার্ষিক ইসলামী সম্মেলনের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন কওমি মাদরাসা, আলিম ওলামা, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কালো হাত বয়কট করতে আলেম ওলামার ঐক্যবদ্ধ ভূমিকা অনিবার্য। পোশাকধারী মুসলমানদের ব্যবহার করে ইহুদি, খ্রিস্টানরা পৃথিবীজুড়ে যে হারে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধাচরণ করা শুরু করেছে তা আগামী দিনে হুমকির মুখে দাঁড় করাবে।
এসময় মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ তাহের আজিজীসহ অনেক আলেম মঞ্চে উপস্থিত ছিলেন।
আরআর