বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

যে কারণে চৌরাস্তায় আল্লাহ’র নামে স্তম্ভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জ শহরের কাচারি চৌরাস্তায় মাথা তুলে দাঁড়িয়ে আছে একটি স্তম্ভ। ‘আসমাউল হুসনা’ নামের দৃষ্টিনন্দন এ স্তম্ভের গায়ে রয়েছে মহান আল্লাহের গুণবাচক ৯৯ নাম।

গতকাল বুধবার বেলা ১১টায় মুন্সীগঞ্জ পৌরসভার নির্মিত এ স্থাপনার ফলক উন্মোচন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন। মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবের সভাপতিত্বে এসময় আরও ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সভাপতি আল্লামা খন্দকার গোলাম মাওলা।

পৌরসভা সূত্রে জানা গেছে, বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে এ স্তম্ভ নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের মূল লক্ষ্য, মুক্তিযুদ্ধ ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনা। এ ছাড়া, শহরের সোন্দর্যবর্ধনের পাশাপাশি কাচারি মোড়ে যানবাহনের এলোপাতাড়ি চলাচলে শৃঙ্খলা আনাও এ স্তম্ভ নির্মাণের একটা কারণ।

খোঁজ নিয়ে জানা গেছে, এ স্তম্ভ নির্মাণ করেছেন প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি জানান, চার কোণাকৃতির ২৯.৬ ফুট উচ্চতার এ স্তম্ভের নিচের প্রায় পাঁচ ফুট কালো টাইলসে আস্তরণ করা হয়েছে। এর উপরে স্তম্ভের চারদিকে মার্বেল পাথরে আল্লাহর গুণবাচক ৯৯টি নাম লেখা হয়েছে। সবার উপর ছোট গম্বুজ রয়েছে; যাতে সবুজ টাইলসের আবরণ দেওয়া হয়েছে।

আল্লাহের নামের এ স্তম্ভে খুশি স্থানীয়রা। তারা পৌরসভার মেয়রকে ধন্যবাদ জানিয়ে বলেন, নগর জীবনের ব্যস্ততায় এ স্থাপনা পথচারীদের সর্বশক্তিমানের কথা স্মরণ করিয়ে দেবে।

কেপি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ