আওয়ার ইসলাম: ঢাকার ফতুল্লার কুতুবপুর আদর্শনগর মাদরাসা সংলগ্ন মাঠে জামিয়া তা’লীমিয়া মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।
১ ফেব্রুয়ারি শুক্রবার জুমার পর থেকে জামিয়া শরয়্যিাহ মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল শাইখুুল হাদিস আল্লামা আশরাফ আলী হা. এর সভাপতিত্বে শুরু হবে এ তাফসিরুল কুরআন মাহফিল।
মাহফিলে প্রধান মেহমান হয়ে আসছেন ভারতের দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস ‘খতিবুল হিন্দ আল্লামা সালমান কাসেমী বিজনূরী’।
বিশেষ মেহমান হিসেবে থাকবেন, গুলশান সেন্ট্রাল জামে মসজিদের খতিব ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল শাইখুল হাদিস মুহিউস্সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
দেশের বিশিষ্ট দশজন খ্যাতিমান আলেম এ বিশেষ মাহফিলে আলোচনা পেশ করবেন।
খ্যাতিমান দশজন হলেন: শাইখ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্ট্রারের পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ, মিরপুর মারকাযুল বুহুস আল ইসলামিয়ার পরিচালক মুফতি দিলাওয়ার হুসাইন, উজানী পীর সাহেব মাওলানা আশেকে এলাহী, টেকনাফ জামিয়া ইসলামিয়ার পরিচালক মুফতি কেফায়াতুল্লাহ শফীক, টঙ্গী জামিয়া নূরীয়ার মুহাদ্দিস মাওলানা নজির আহমদ।
চট্টগ্রাম হামিউস সুন্নাহ মেখল মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতী ইসমাঈল খাঁন, বাগেরহাট মোড়েলী গঞ্জের পীর সাহেব মাওলানা আব্দুল মজিদ, বড়গুনার পীর মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালিইল্লাহ, পিরোজপুর মাদরাসা নূরে মদিনার প্রতিষ্ঠতা মুফতি রাগিব আহসান ও মাওলানা আব্দুল খালেক শরীয়ত পুরী।
জামিয়া তালীমিয়ার পরিচালক মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা) প্রিয় দীনি ভাইদের তাফসিরুল কুরআন মাহফিলে অংশগ্রহণ করার আবেদন পেশ করেন।
যাতায়াত: শনির আখড়া ও সাইনবোর্ডের মাঝে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের দক্ষিণে আদর্শনগর।
-আরএইচ