সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক
দেশের প্রখ্যাত আলেম মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বলেছেন ওয়াজ শোনার জন্য নয়, ওয়াজ হলো জানার জন্য, বোঝার জন্য। সর্বোপরি মানার জন্য।
সাভার দারুল আমান মাদরাসা কর্তৃক আয়োজিত বার্ষিক মাহফিলে এসব কথা বলেন তিনি।
মানুষ এখন ওয়াজ শুনতে আসে। কিন্তু মানতে চায় না। তাই ওয়াজ মাহফিলে নিয়মিত এসেও অনেকে নিজেকে পরিবর্তন করতে পারেন না৷ কোরআনের আলোয় নিজেকে আলোকিত করতে পারেন না। আসহাবে রাসুলিল্লাহ সা. ওয়াজ করতেন কম। কিন্তু জীবনে প্রয়োগ করতেন বেশি। তাঁদের প্রতিটি কাজ, কথা, সিদ্ধান্ত হতো রাসুল সাল্লালাহু সা. এর ওয়াজ অনুযায়ী।
তিনি আরও বলেন হাটহাজারির হযরত একটি মাহফিলে ওয়াজ করেছেন পর্দার গুরুত্ব নিয়ে। সমাজে নারীর নিরাপত্তা চেয়ে তিনি জাতিকে নসিহত করেছেন। কিন্তু ডা. কামাল সংবিধান প্রণেতা হয়েও শায়েখের এ কথার মর্ম বুঝতে সক্ষম হলেন না। তিনিও ওয়াজ শুনেছেন। কিন্তু বুঝার জন্য না। ভুল ধরার জন্য। তাই এভাবে ওয়াজ শুনলে কোন ফায়দা হবে না। আমাদেরকে ওয়াজ শুনতে হবে এবং বুঝার চেষ্টা করতে হবে।
এসময় মাহফিলে উপস্থিত ছিলেন আলহাজ আবু আহমেদ নাসিম পাভেল, জনাব আব্বাস আলী কমিশনারসহ দূরদূরান্ত থেকে আগত হাজারো শ্রোতা।
আমন্ত্রিত ওলামায়ে কেরামের মাঝে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল মান্নান পাটোয়ারী, মাওলানা আমিনুল ইসলাম কাসেমি, মুফতি নাজমুল হাসান ও মাদরাসার মোহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী।
-এটি