বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের দায়ে চার শ্রমিকের ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন-পাশ্ববর্তী নীলফামারীর ডিমলা উপজেলার ছোটখাতা গ্রামের আব্দুর জব্বারের ছেলে মাহাতাব হোসেন (৪২), আব্দুল হকের ছেলে আব্দুল হামিদ (৪৫), আবুল হোসেনের ছেলে গোলাম রব্বানী (৪৮) ও জহর উদ্দিনের ছেলে মজিবর রহমান (৫০)।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ওই উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় তিস্তা নদী থেকে বোমা মেশিনে পাথর ও বালু উত্তোলনের সময় চার শ্রমিককে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক বলেন, বেশ কিছুদিন ধরে দোয়ানী এলাকায় তিস্তা নদীতে নৌকায় বোমা মেশিন বসিয়ে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়। এসময় চারজনকে আটক করা হয়।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ