বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

গাইবান্ধা-৩ আসনে নৌকার জয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. ইউনুস আলী সরকার ১ লাখ ২১ হাজার ১শ’ ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী পেয়েছেন ২৪ হাজার ৩শ’ ৮৫ ভোট। রোববার সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে টানা চলে বিকাল ৪টা পর্যন্ত।

এ নির্বাচনি এলাকায় ৪ লাখ ১১ হাজার ৮৫৪ ভোটারের মধ্যে ২ লাখ ৭৪৬ জন পুরুষ ও ২ লাখ ১১ হাজার ১০৮ জন নারী ভোটার রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টরা সকাল থেকে দায়িত্ব পালন করেছে।

নির্বাচনে ২ হাজার পাছশ পুলিশ, ২০ প্লাটুন র‌্যাব, ২০ প্লাটুন বিজিবি এবং এক হাজার ৫৮৪ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয় বলে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জানান।

৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এ নির্বাচন। তারা হলেন- আওয়ামী লীগ প্রার্থী ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এস এম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)। সূত্র: বাসস।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ