বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কসবা সীমান্তে প্রবেশের সময় আটক ৯ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদা নদী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের  বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরের আটককৃতদের কসবা থানায় সোর্পদ করা হয়েছে।

তাদের শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী, বাকি ৩ জন শিশু।

কসবার থানার ওসি আব্দুল মালেক বলেন, তারা গত সপ্তাহে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। শুক্রবার দিবাগত রাতে সালদা নদী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করে বিজিবি-৬০ সালদা ক্যাম্পের জোয়ানরা।

অবৈধভাবে ভারত এবং বাংলাদেশে আসা-যাওয়ায় সহযোগিতার দায়ে উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া গ্রামের আলফাজ মিয়ার ছেলে খোকন মিয়াকে (দালাল) আটক করা হয়েছে। আটকৃতদের বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ