বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

আনসার কমাড্যান্ট ঘুষের টাকাসহ আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক জাফর সাদেককে ঘুষ দেয়ার সময় হাতেনাতে আটক করা হয়েছে নীলফামারী জেলা আনসার কমাড্যান্ট আশিকুর রহমানকে।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঘুষের এক লাখ টাকাসহ তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, দুদকের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

লুৎফুল কবির চন্দন বলেন, আশিকুর রহমান আনসার ব্যাটালিয়ন বান্দরবানের অধিনায়ক হিসেবে কর্মরত থাকা অবস্থায় একটি টেন্ডার অনিয়মের সাথে জড়িয়ে পড়েন। ওই দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে দুদকের উপ-সহকারী পরিচালক জাফর সাদেককে তিনি এক লাখ টাকা ঘুষ দেয়ার চেষ্টা করেন।

টেন্ডার অনিয়মের বিষয়ে দুদক ইতোমধ্যেই অনুসন্ধান শুরু করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদক অফিসে আজ ডাকা হলে তিনি ওই কর্মকর্তাকে ঘুষের বিনিময়ে তার অনুকূলে অনুসন্ধান নিষ্পত্তি করার প্রস্তাব দেন।

বিষয়টি জাফর সাদেক অফিসকে জানালে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত দুর্নীতি দমন কমিশন কর্মকর্তাদের সহায়তায় এক লাখ টাকা তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ