বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

৫০ মামলায় জামিন জামায়াত নেতা শাহজাহানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ৫০টি মামলায় জামিনে মুক্ত হয়েছেন জামায়াত ইসলামীর চট্টগ্রামের নিয়ন্ত্রক খ্যাত শাহজাহান চৌধুরী।

নাশকতা কার্যক্রমে জড়িত থাকায় তাকে নজরদারির আওতায় রাখা হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলার কেন্দ্রীয় কারাগার থেকে গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় তিনি মুক্তি পেয়েছেন। গোয়েন্দা সূত্র জানায়, মুক্তির সময় কারাফটকের সামনে জামায়াত-শিবিরের তেমন কেউ ছিলেন না। তাকে প্রথমে একটি প্রাইভেট কারে আন্দরকিল্লায় শাহী জামে মসজিদ মার্কেটে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৫ মিনিট পর শাহজাহানকে নিয়ে প্রাইভেট কারটি নগরীর দেওয়ান বাজার হয়ে চন্দনপুরার দিকে চলে যায়।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ কামাল হোসেন জানান, সব মামলায় জামিনের আদেশ আসার পর আমরা শাহজাহান চৌধুরীকে মুক্তি দিয়েছি। এর আগে আমরা আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। নতুন করে কোনো মামলা আছে কি না বা গ্রেফতার দেখানো হয়েছে কি না- তাও আমরা খতিয়ে দেখেছি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ