আওয়ার ইসলাম: সিরাজগঞ্জে গৃহবধূ হত্যার অভিযোগে স্বামীসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা নাজির এ রায় প্রদান করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন বলে জানান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি আনোয়ার পারভেজ লিমন।
জানা গেছে, ১৯৯৯ টাঙ্গাইল শহরের গতিনাথ বিশ্বাসের মেয়ের সঙ্গে সিরাজগঞ্জের পৌর এলাকার মুজিব সড়কের শিলা জুয়েলারের মালিক সুবির কুমারের বিয়ে হয়।
বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সুমি রানী রায়কে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। ২০০১ সালে ১২ জানুয়ারি যৌতুকের জন্য গৃহবধূ সুমি রানী রায়কে পিটিয়ে হত্যা করা হয়।
সিরাজগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করা হয়। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আজ রায় ঘোষণা করা হলো ফাঁসির।
-এটি