আওয়ার ইসলাম: নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাটে যুবলীগ ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।
আজ মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র মতে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান ইউনিয়ন যুবলীগ নেতা শিপন ও আওয়ামী লীগ নেতা জহির মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিন আগে আওয়ামী লীগ নেতা জহির মেম্বার গুলিবিদ্ধ হয়। এ ঘটনার মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা শিপন সমর্থিত তিন আসামীর জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ঘটনার জের ধরে ক্ষিপ্ত হয়ে শিপন সমর্থিত নেতাকর্মীরা খলিফারহাটে জহির মেম্বারের বাড়িতে হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হওয়ার পর ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।
এ সংবাদ লেখা পর্যন্ত এলাকায় থমথমেভাব বিরাজ করছে। সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।
-এটি