আওয়ার ইসলাম: নারায়নগঞ্জের জেলা কারাগারের কাছে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫০টিরও বেশি ঘর পুড়ে গেছে।
সোমবার (২১জানুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে জেলা রেজিস্ট্রার অফিস, জেলা কারাগারসহ একটি সিএনজি পাম্প।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে ৫০টির বেশি ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। এখনও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি, তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হবে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক মজিবুর রহমান জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।
এএ