মুহাম্মদ ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি
চট্টগ্রামের জামিয়া দারুল হিদায়া মাদানীনগর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী বলেছেন, জান্নাতের পথ সুগম করতে হলে সহীহ ঈমান আকিদা অর্জন করে নেক আমল করতে হবে।
শনিবার (১৯ জানুয়ারি) বাঁশখালী উপজেলা পরিষদ সংলগ্ন ময়দানে বাঁশখালী দারুল কারীম মাদরাসার তিনদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সহীহ ঈমান আমল সম্পন্ন মুসলসানদের জন্য জান্নাতের পথ সুগম হবে। বংশীয় বা দলীয় পরিচয়ে কোনো মানুষ পরকালের শান্তির ঠিকানা খুঁজে নিতে পারবে না। তাই দলমত পরিহার করে আলেমদের তত্ত্বাবধানে সহীহ জ্ঞান অর্জন করে নিজের ঈমান আমলের ভিত্তি মজবুত করে পরকালের পথ সুগম করতে হবে।
বর্তমান পরিস্থিতির বিদাতীয় কর্মকান্ডের প্রতি ইঙ্গিত করে মাওলানা মাদানী আরো বলেন, পীর কেবলা বা গাইরুল্লাহ কখনো আমাদের জান্নাতে পৌছেঁ দেয়ার কন্ট্রাক্ট করে নিতে পারে না। জান্নাতে কে যাবে না যাবে কেবল মাত্র আল্লাহ তা'আলার সিদ্ধান্ত। তবে হক্কানী রব্বানী পীর মাশায়েখের কাছে নিজেকে আত্মশুদ্ধি করে সহীহ ঈমান আক্বিদা সম্বন্ধে জানা থাকা চাই।
তিনি বিদাতীয় সংস্কৃতি থেকে নিজেকে দুরে সরিয়ে সহীহ দ্বীনের জ্ঞান অর্জনের প্রতি গরুত্বারুপ করেন।
চাম্বল দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শাহ আব্দুল জলিল ও জামিয়া মিল্লিয়া আজিজিয়ার মুহাদ্দিস মাওলানা আহমদ হাছান মাহফিলে সভাপতিত্ব করেন।
দারুল কারীম মাদরাসার পরিচালক মাওলানা শফকত হোসাইন চাটগামীর সঞ্চালনায় মাহফিলে মাওলামা আজিজুল হক আল মাদানী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী কুমিল্লা। মাওলানা মুফতি ছরওয়ার হোসাইন বিক্রমপুর, মাওলানা ফরিদ আহমদ আনছারী, মাওলানা মোস্তাক আহমেদ, মাওলানা জসিম উদ্দীন মিছবাহ, মাওলানা ওবায়দুল্লাহ রফিক ঢাকা, মাওলানা আশরাফ আলী গাজী, মাওলানা সোলাইমান ছিদ্দিকী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মাহমুদ বিন মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন।
দারুল কারীম সাংস্কৃতিক সন্ধ্যায় কলরব একাংশের পরিচালক মাওলানা আবু সুফিয়ান, আল মদীনা শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আসহাব উদ্দীন আল আজাদ, নবজাগরণ শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর বিন কবির সঙ্গীত পরিবেশন করেন।
আরআর