বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ছাদ ধসে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণাধীন ছাদ ধসের ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি শ্রমিক হিসেবে ওই ভবনে কর্মরত ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ শ্রমিক।

আজ বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে হাসপাতাল ভবনের নির্মাধীন ছাদ ধসে পড়ে। নিহত শ্রমিকের নাম বজলুর রহমান (৬০)। তার বাড়ি জেলার কুমারখালী উপজেলার চড়াইকোল গ্রামে। আহত শ্রমিকদের কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

এদিকে দুর্ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া সেখানে নির্মাণ কাজের তত্ত্বাধানের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগের কোন কর্মকর্তাকেও খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ সুপার এস এম তানভির আরাফাত বলেন, দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

চলমান প্রকল্পটির পরিচালক ডা. আশরাফুল হক দারা বলেন, আমি দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। তখন সাটারিংয়ে বাঁশের খুঁটি দেখে দুর্ঘটনার আশঙ্কা জেগেছিল আমার মনে। এখন সেই আশংকাই সত্যি হল।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ