বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ঐতিহ্যবাহী বিজরা হিলফুল ফুযুল ইসলামী সংস্থার ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইদুর রহমান

কুমিল্লা জেলার লাকসাম থানাধীন বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজরা হিলফুল ফুযুল’ এর ৮ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল।

প্রতিবারের ন্যায় এবারও হিলফুল ফুযুলের তরুণ আয়োজক ও উদ্যোক্তারা একই মঞ্চে আমন্ত্রণ জানিয়েছেন দেশের সব খ্যাতনামা ও জনপ্রিয় আলেমেদীনদের।

মাহফিলে উপস্থিত থাকবেন বেফাকের সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, প্রিন্সিপাল মাদরাসায়ে নূূূরে মদিনা, মুফতি আব্দুর রহমান কাসেমী, ভারত, সভাপতি, জমিয়তে উলাময়ে হিন্দ আগরতলা; প্রিন্সিপাল জামিয়া মাদানিয়া ও খতিব আগরতলা কেন্দ্রীয় জামে মসজিদ, ভারত।

মাওলানা নোমান, পরিচালক বরুড়া মাদরাসা, মুফতি হাসান মুহাম্মদ জামিল, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী কোটবাড়ি কুমিল্লা।

ঢাকা-চাঁদপুরের মেইনরোডে অবস্থিত বিজরা বাজারের এ ওয়াজ মাহফিলটি গত সাত বছরে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে স্থানীয়দের কাছে। হেদায়েতের আলো পেতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে বয়োবৃদ্ধরাও।

হিলফুল ফুযুলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ রোবেল জানান, মূলত আট-নয় বছর আগে শুরু হওয়া অরাজনৈতিক সামাজিক সেবামূলক সংগঠন ‘হিলফুল ফুযুল। এ সংস্থা’র কর্মী সমর্থকদের অক্লান্ত পরিশ্রমে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে এ মাহফিলটি।

তিনি আরো বলেন, গরীব-অসহায়দের মাঝে রমযানে ইফতার, ঈদে সেমাই-চিনি বিতরণসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম করে থাকে এ সংস্থাটি।

এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ