আওয়ার ইসলাম: কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিম খাঁ ইউপিস্থ মমিন পাটোয়ারী পাড়া থেকে সাইফুর রহমান সুমন নামে সেনাবাহিনীর এক ভুয়া ক্যাপ্টেনকে আটক করেছে রংপুর র্যাব-১৩।
গতকাল সোমবার (১৪ জানুয়ারি) অভিযান পরিচালনা করে তাকে আটক করে র্যাব।
আটক সুমন রাজারহাট এলাকার মুহাম্মদ আলতাব হোসেনের ছেলে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর কোম্পানির কমান্ডার মো. মোতাহার হোসেন।
তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে গোডাউন কিপার, মালি, অফিস সহকারী, সেকেন্ড লেফটেন্যান্ট সহ বিভিন্ন পদে যোগদানের বেশ কিছু ভুয়া নিয়োগপত্র, তার নামীয় ডিজিএফআই এর ভুয়া অসংখ্য ভিজিটিং কার্ড, পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র, মুঠোফোন, বিভিন্ন অপারেটরের ২৩টি সিম কার্ড এবং আরও অসংখ্য জাল কাগজ পত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০ জনের অধিক শিক্ষিত বেকারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।
-এটি