আওয়ার ইসলাম: পৃথিবীর প্রথম ও মহামানব হযরত আদম আ. এর মাধ্যমে আমরা সকল মানবজাতি একটি ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। ঢাকা শহরের ফুটপাতে এই কনকনে শীতে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছে অসংখ্য আদম সন্তান। ক’জনই বা তার খোঁজ রাখছি।
‘উষ্ণতা ছুঁয়ে যাক ফুটপাতের হৃদয়ে হৃদয়ে’ স্লোগানকে সামনে রেখে ‘বিডি আর্তসেবা ফাউন্ডেশন’ এর উদ্যোগে গত ১০ জানুয়ারি রাত্রিব্যাপী রাজধানী ঢাকার ফুটপাতে একদল তরুণ স্বেচ্ছাসেবী ঘুরেঘুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করে।
বিডি আর্তসেবা ফাউন্ডেশন এর সহ.সভাপতি সাজ্জাদুর রহমান জানান, প্রতি বছরের মতো এ বছরও আমরা আমাদের সাধ্যানুযায়ী যথাসাধ্য চেষ্টা করেছি, খোলা আকাশের নিচে থাকা প্রকৃত অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করার। এবং ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা চলতে থাকবে।
‘শীতবস্ত্র বিতরণ, সিজন-২’ শিরোনামে সংগঠনটির আয়োজনে শুধুমাত্র ঢাকাতেই প্রায় দেড় শতাধিক পরিবার ও মানুষের মাঝে এই কার্যক্রম চলে। ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে টিএসসি, শাহবাগ, কাওরান বাজার, পান্থপথ, ফার্মগেট, বিজয় স্মরণি হয়ে তেজগাঁ, মগবাজার, রাজারবাগ, শাহজাহানপুর, কমলাপুর, মতিঝিল, দৈনিকবাংলা ও সর্বশেষ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পাশে এসে এই বিতরণ শেষ হয়।
রাত্রিব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলো সংগঠনটির সাধারণ সম্পাদক জুনায়েদ আহসান, কাজী আবদুল হাকীম, ইমরান হোসাইন, জুবায়ের ইসলাম, হাফিজুর রহমান সহ বিভিন্ন দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
সেই সাথে উপস্থিত ছিলো ঢাকার বাইরের বিভিন্ন জোন লিডার ও অন্যান্য সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
ফাউন্ডেশনটির কার্যক্রম সম্পর্কে জানা যায় তারা বর্তমান ঢাকার সেন্ট্রাল জোন ছাড়াও ঢাকার বাইরে ময়মনসিংহ, গফরগাঁও, শরীয়তপুর ও নোয়াখালীসহ মোট চারটি জোন একই সাথে সামাজিক প্রায় ধরণের কাজ করে যাচ্ছে।
তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হচ্ছে- জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবসে বিনামূল্যে ব্লাডগ্রুপিং ও ব্লাডডোনেটিং, ব্লাডডোনেট এ্যাওয়ারন্যাস, ঈদবস্ত্র, শীতবস্ত্র, বিধবা-অসহায় পরিবারে সহযোগিতা, সমসাময়িক দূর্যোগে ত্রাণ বিতরণ, আশ্রয় শিবিরে ত্রাণ বিতরণ, মেডিকেল ক্যাম্প, বিভিন্ন প্রতিযোগিতা মূলক আয়োজনসহ আগামী ফেব্রুয়ারি ২০১৯ এ বধ্যভূমি শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে অসহায় পথ শিশুদের জন্যে ‘পুষ্পমেলা’ নামে একটি স্কুল শুরু হচ্ছে।
সংগঠনটির সেক্রেটারি জুনায়েদ আহসান বলেন, আমরা আমাদের সাধ্যাতীত চেষ্টা করে যাচ্ছি। তবে যদি সবাই সবার জায়গা থেকে আরেকটু সহযোগিতা ও পরামর্শ নিয়ে এগিয়ে আসেন, তবে আমরা আরো অনেকদূর মানুষ মানবতার জন্যে এগিয়ে যেতে পারবো বলে আশা রাখি ইনশাআল্লাহ্।
আরআর