ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি
বৈদেশিক সাহায্যনির্ভর হয়ে একটি দেশ কখনো স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। বিদেশী শক্তিসমূহ ২০১৭-১৮ সালে এনজিওদের মাধ্যমে ৬,৬১৬ কোটি টাকা ব্যয় করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। সময়ের ব্যবধানে আমাদের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ১৭৫১ মার্কন ডলারে। দেশের শিক্ষার হার ৭২.৭৬%, দরিদ্রতার হার এসেছে ২১.০৮ %।
আজ শুক্রবার (১১ জানুয়ারি) আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামিক স্কলার, লেখক ও গবেষক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।
বার্ষিক সভা ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক, শায়খুল হিন্দ আল্লামা হোসাইন আহমদ মাদানী রহ. এর খলিফা আল্লামা মুফতি শাহ আহমদ শফী।
ড. আ ফ ম খালিদ দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহবান জানিয়ে বলেন, আপন আপন অবস্থান থেকে আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অবদান রাখতে হবে। চরিত্রবান, দেশপ্রেমিক ও ঈমানদার নাগরিক তৈরি করে সমাজে নৈতিকতার পরিবেশ সৃষ্টিতে কওমি মাদরাসা সমূহের অবদান বিশাল। সন্ত্রাসবাদ ও নাস্তিক্যবাদ মোকাবেলায় ওলামায়ে কেরাম আপোষহীন।
মাওলানা মুফতি জসিম উদ্দীনের সঞ্চালনায় মঞ্চে আল জামিয়া ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার প্রধান মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি হাফেজ আহমদ উল্লাহ, মাওলানা সালাহ উদ্দীন নানুপুরী, মাওলানা আনাস মাদানীসহ দেশবরেণ্য আলেম ওলামা ও ধর্মপ্রাণ তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।
এএ