আওয়ার ইসলাম: শেরপুরের ভাষাসৈনিক, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন।
গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকার সিটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাঃস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তার স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে রয়েছে।
গতকাল বিকাল ৫টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে জানাজা শেষে জেলা শহরের মধ্যশেরি মহল্লার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে সংসদ সদস্য আতিউর রহমান আতিক, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সৈয়দ আব্দুল হান্নান শেরপুরের একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। শেরপুরে তিনি ‘হান্নান স্যার’ হিসেবে পরিচিত। ১৯৫২ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তার বড় ভাই ছাত্রনেতা সৈয়দ আব্দুস সাত্তারও ভাষা সৈনিক ছিলেন।
এএ