বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

১১ ও ১২ জানুয়ারি আনোয়ারা ইসলাম প্রচার সংস্থার ইসলামি মহাসম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

আনোয়ারা ইসলাম প্রচার সংস্থার ইসলামী মহাসম্মেলন আগামি ১১ ও ১২  জানুয়ারী।

আনোয়ার ঐতিয্যবাহি দাওয়াতী সামাজিক সংগঠন 'পরৈকাড়া ইসলাম প্রচার সংস্থা'র ব্যবস্থাপনায় আগামী (১১ ও ১২ জানুয়ারী-১৯) বৃহস্পতিবার ও জুমাবার আনোয়ারা ছত্তারহাট তেমহনী প্রাঙ্গনে ১৪ তম মহাসম্মেলন অনুষ্ঠিত হবে

সম্মেলনের প্রথম দিবসে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ নূরুল ইসলাম ওলীপুরী, চট্টগ্রাম ওমরগনি এম,ই,এস কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেখক ও গবেষক ড. আ ফ ম খালিদ হোসেন।

আরও রয়েছেন, কক্সবাজার রামু জোয়ারিয়ানালা মাদরাসার মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল হক, চট্টগ্রাম জামিয়া মোজাহেরুল উলুম মিয়াখান-নগরের মুহাদ্দিস মাওলানা কারী নুরুল্লাহ, নেত্রকোনা থেকে মাওলানা আল আমীন হোসাইনী এবং কৈয়গ্রাম জামিয়া হেমায়তুল ইসলাম মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল আমীন।

সম্মেলনের দ্বিতীয় দিবসে থাকবেন, মাওলানা নাছির উদ্দীন যুক্তিবাদী ও ঢাকা জামেয়া করিমিয়ার মুহাদ্দিস মাওলানা মুফতি ওলী উল্লাহ।

এবং জিন্নুরাইন জামে মসজিতের খতিব মাওলানা মেরাজুল হক, আল জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহাদ্দিস লেখক ও গবেষক মাওলানা ওবায়দুল্লাহ হামজাহ, কক্সবাজার বদরমকাম জামে মসজিদের খতিব মাওলানা নুরুল কাদের শাকের।

আনোয়ারা ভিংরোল মাদরাসার পরিচালক মাওলামা মুহাম্মদ ইলিয়াস সহ  দেশবরেণ্য আরো  ওলামা-মাশায়েখ মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান। মাহফিলকে সার্বিকভাবে সফল করার জন্য তিনি সর্বস্তরের তৌহিদী জনতাকে যথাসময়ে উপস্থিতি ও দু'আর আহবান জানান।

-আরএইচ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ