ইকবাল আজিজ, টেকনাফ প্রতিনিধি> প্রাথমিক পর্যায়ের কুরআন শিক্ষা সমস্ত মুসলমানদের জন্য ফরজ ও অপরিহার্য। সরকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানে উক্ত পরিমাণের কুরআন শিক্ষা বাধ্যতামূলক করলে মুসলিম জনগণের বড়ই উপকার হবে বলে মন্তব্য করেছেন মুফতি কিফায়তুল্লাহ শফিক।
আজ মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে টেকনাফ জামিয়া মিলনায়তনে অনুষ্ঠিত টেকনাফ উপজেলার নূরানি মাদরাসা শিক্ষকগণের তিন দিন ব্যাপী এক সংক্ষিপ্ত প্রশিক্ষণ কোর্সে উদ্বোধনী ভাষনে টেকনাফ জামিয়া প্রধান মুফতি কিফায়তুল্লাহ এসব কথা বলেন।
সভাপতির ভাষণে তিনি আরো বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই কুরআন শিক্ষায় শিক্ষিত বলে আমার ধারণা। সম্প্রতি একজন পূর্ণ হাফেজে কুরআন ব্যক্তিকে সরকার ধর্ম প্রতি মন্ত্রী করায় আমার এ ধরাণা আরো প্রবল হয়েছে।
সর্বশেষে তিনি বলেন, সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহে মুসলিম শিশুদের জন্য নূরানি পদ্ধতির কুরআন শিক্ষা চালু করলে দেশের ভবিষ্যৎ প্রজন্ম সৎ ও দেশ প্রেমিক আদর্শ নাগরিকে পরিণত হবে ইনশাআল্লাহ।
-এটি