আওয়ার ইসলাম: এবার শীত মৌসুমের পুরোটাই কাটবে শীতের তীব্রতায়। এর মধ্যে দেশের উপর দিয়ে পৌষ ও মাঘ মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে আভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদফতর।
পঞ্চগড়ে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে বুধবার (০২ জানুয়ারি) চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় হিমালয় অদূরের জনপদ তেঁতুলিয়ায়।
আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেওয়ার জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়েছে, শৈত্যপ্রবাহের অন্তত দুইটি তীব্র আকার ধারণ করতে পারে। তাপমাত্রা আরো কমে ৪ ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি দেশের বিভিন্ন অংশে ঘন কুয়াশাও পড়তে পারে।
আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ জানান, এ মাসে দেশে ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে ২টি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
বৃষ্টিপাত, নিম্নচাপ, কৃষি আবহাওয়া এবং দেশের নদ-নদীর অবস্থা ডিসেম্বর মাসের পূর্বাভাসের সঙ্গে সংগতিপূর্ণ ছিলো। জানুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
-আইএ