আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার হাজারীবাগের পলিথিন কারখানার আগুন প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে পশ্চিম ইসলামবাগ বাগানবাড়ি এলাকার তিনটি কারখানায় আগুন লাগে।
তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনের কারণ জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস। জানা যায়, পলিথিনের কারখানাগুলো অবৈধভাবে গড়ে উঠেছিলো। কারখানার টিনের ছাদের উপর বসতঘর বানিয়ে ভাড়া দেয়া হয়েছিলো।
এ কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুনে তিনটি পলিথিন কারখানাসহ দশটি ঘর পুড়ে গেছে।
-এটি