আওয়ার ইসলাম: টঙ্গীতে ইজতেমা মাঠে মাওলানা সাদ অনুসারীদের হামলায় গুরুতর আহত শামসুদ্দিন বেলাল (৫৫) নামে আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (২ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত বেলাল নোয়াখালী সদর উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ ডিসেম্বরে ইজতেমার ময়দানে হামলায় বেলাল আহত হয়। ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান।
শামসুদ্দিন বেলালের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান পরিদর্শক বাচ্চু মিয়া।
উল্লেখ্য, ইজতেমা মাঠে জোড়ের মাঠ প্রস্তুতির জন্য কাজ করছিল তাবলীগের সাথী ও মাদরাসা শিক্ষার্থীরা। গত ১ ডিসেম্বর তাদের ওপর হামলা চালায় সাদপন্থীরা। এ সময় এক জন নিহতসহ আহত হয় কয়েক হাজার তাবলীগের সাথী ও মাদরাসা শিক্ষার্থী। যাদের অনেকেই এখনো জীবন সঙ্কটে রয়েছে।
আরআর