বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

মুফতি ওয়াক্কাস পেয়েছেন ২৪ হাজার ৬২১ ভোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি সংসদীয় আসনেই নৌকার প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। রোববার রাত ৯টার পর ভোট গণনা শেষে বেসরকারিভাবে ফলাফল জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার।

যশোরের ৬টি আসনেই নৌকার জয় হয়েছে।

যশোর-৫ (মণিরামপুর) আসনে ২ লাখ ৪২ হাজার ৮শ’ ৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য। এ আসনে ধানের শীষের প্রার্থী জমিয়াতে উলামায়ে ইসলামের মুফতি মুহাম্মদ ওয়াক্কাস ২৪ হাজার ৬শ’ ২১ ভোট পেয়ে ২য় পর্যায় রয়েছেন।

এ আসনে লাঙ্গল ৮শ’ ৮৪, হুক্কা ১শ’ ২৪, গোলাপ ফুল চারশ’ ১৭ এবং স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান বারী পেয়েছে ৮৫৭ ভোট।

তবে মুফতি ওয়াক্কাস নির্বাচনকে প্রহসন উল্লেখ করে তা বর্জনের ঘোষণা দিয়েছেন। গতকাল রোববার বেলা ১২ টার দিকে মুফতি ওয়াক্কাসের প্রধান নির্বাচনী এজেন্ট আলহাজ্ব সফিকুল ইসলাম এই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি নিরপেক্ষ প্রশাসনের অধীনে পুন:নির্বাচন দাবি করেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ