আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনেই জয় পেয়েছেন মহাজোটের আওয়ামী লীগ প্রার্থীরা।
তিনটি কেন্দ্র স্থগিত থাকায় একটি আসনে বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান রোববার রাতে এই ফলাফল ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম ৪০ হাজার ৩৭০ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। সংগ্রাম পেয়েছেন এক লাখ এক হাজার ১১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি বিএনপির সৈয়দ এ.কে একরামুজ্জামান পেয়েছেন ৬০ হাজার ৭৪০ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ১৩২টি কেন্দ্রের মধ্যে ১২৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী উকিল আবদুস সাত্তার ৮১ হাজার ২৬৯ ভোট পেয়ে এগিয়ে আছেন।
স্বতন্ত্র প্রার্থী মাঈন উদ্দিন মঈন কলারছড়ি প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ২২০ ভোট। এই আসনে তিনটি কেন্দ্র স্থগিত করা হয়েছে। আর এজন্য কাউকেই বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ১৭৭টি কেন্দ্রের মধ্যে ১৭৬টি কেন্দ্রে আওয়ামী লীগের র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী তিন লাখ ৯৩ হাজার ৫২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া)আসনের ১১৮টি কেন্দ্রের সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগ প্রার্থী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক পেয়েছেন দুই লাখ ৮২ হাজার ৮৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি ইসলামী আন্দোলন বাংলাদেশের জসিম পেয়েছেন দুই হাজার ৮৯৪ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে আওয়ামী লীগের মো. এবাদুল করিম বুলবুল দুই লাখ ৫০ হাজার ৫২৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র নাজমুল হোসেন তাপস পেয়েছেন ১৭ হাজার ২১ ভোট।
আওয়ামী লীগের ক্যাপ্টেন (অব.) এ.বি তাজুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে দুই লাখ ৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপি’র আবদুল খালেক পেয়েছেন এক হাজার ৩২৯ ভোট।
-এটি