আওয়ার ইসলাম: আগামী কাল নির্বাচনের কারণে রাজধানী এখন অনেকটাই ফাঁকা। ভোট দিতে মানুষ গ্রামে যাওয়ায় ঢাকার রাস্তায় নেই চিরচেনা যানজট আর গাড়ির হর্ণের উচ্চ শব্দ। তবে, নির্বাচন ঘিরে রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা।
আজ শনিবার সকাল দশটা ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের দৃশ্য। চিরচেনা যানজটের শহরে এমন দৃশ্য অনেকটাই বেমানান।
কালই একাদশ সংসদ নির্বাচন। নগরবাসীর অনেকে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ফিরে গেছেন নিজ গ্রামে। নির্বাচনের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় লম্বা ছুটি পেয়েছেন তারা। তাই রাজধানীর সব এলাকার চিত্র এখন অনেকটাই সুনশান।
রাস্তায় বাড়তি চাপ না থাকায় নির্ভার ট্রাফিক পুলিশ। তারপরও, দুর্ঘটনা এড়াতে তৎপরতা লক্ষ্য করা গেছে তাদের।
নির্বাচন উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সড়কে বসানো হয়েছে তল্লাশী চৌকি। সেনাসদস্য, র্যাব ও পুলিশকে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে।
-এটি