বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২৪ ডিসেম্বর) খুলনা থেকে ছেড়ে আসা ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি শান্তাহার রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এতে প্রায় গোটা উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শান্তাহার রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে খুলনা থেকে নীলফামারীর সৈয়দপুরগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি বলেন, এ দুর্ঘটনার ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। স্থানীয়ভাবে উদ্ধারকাজ শুরু হয়েছে। তবে ঠিক কতক্ষণে এই রেলপথে পুনরায় ট্রেন চালু হবে তা এখনি বলা যাচ্ছে না।

ওসি মনিরুল আরো বলেন, খুলনা থেকে নীলফামারীগামী ট্রেনগুলো শান্তাহার স্টেশনে এবং ঢাকা থেকে খুলনাগামী ট্রেনগুলো জয়পুরহাট ও আক্কেলপুর স্টেশনে আটকা পড়েছে।

আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ