আওয়ার ইসলাম: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৯ জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে খবর পাওয়া গেছে। বিএনপি আতাউরকে আগের চারটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে রাণীশংকৈল উপজেলার ভাণ্ডারা গ্রামে নিজ বাসভবন থেকে পুলিশ আতাউরকে গ্রেফতার করে বলে জানিয়েছে তার পরিবার।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, আতাউরের বিরুদ্ধে চারটি মামলা ছিল।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন অভিযোগ করে বলেন, ‘আতাউরের নামে কোনো মামলা ছিল না, তাকে গায়েবি মামলায় গ্রেফতার করা হয়েছে।
এটা প্রধান নির্বাচনি কমিশনারের প্রতিশ্রুতির স্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে অনতিবিলম্বে আতাউরের মুক্তি দাবি করেন তারা।
ঠাকুরগাঁও জেলা পুলিশ কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলায় পুলিশের হাতে আটক হয়েছে ৯ জন। এর মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানানো হয়।
-এটি