আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঢাকা-সিলেট মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে। যা শিগগিরই কাজ শুরু হবে। বিভাগীয় শহরের সব সুবিধা দেয়া হবে সিলেটে।
আজ শনিবার বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। বেলা সোয়া ৩টায় জনসভা মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, সিলেট বিভাগে কর্মসংস্থান সৃষ্টি করেছে আওয়ামী লীগ। মোবাইল নেটওয়ার্ক ফাইভ জি রূপান্তর করা হবে। ৯৬ সালের ১ লাখ ত্রিশ হাজার টাকা লাগতো ফোন কিনতে। বিএনপির এক নেতা ব্যবসা করতো। তা আমি প্রাইভেটখাতে দিয়েছি। আজ সবাই মোবাইল ব্যবহার করছে।
-এটি