বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সড়কে গাছ ফেলে পুলিশের গাড়িতে হামলা করা হয়েছে। তখন চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ হামলা করা হয়।

আহতরা হলেন, এসআই আইয়ুব আলী, এসআই দয়াল চন্দ্র সরকার, এসএসআই ফয়েজ উদ্দিনএবং কনস্টেবল শফিকুল ইসলাম।

আহতদের রাত দুইটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশের এসআই আইয়ব আলী ও কনস্টেবল শফিকুল ইসলাম হাসপাতাল ছাড়েন।

কিন্তু সখীপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার ও এএসআই ফয়েজ উদ্দিন এখনো হাসপাতালে ভর্তি। রাত থেকেই উপজেলার বড়চওনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সখীপুর থানার ওসি আমির হোসেন জানান, রাত ১২টার দিকে পিকআপ নিয়ে বড়চওনা এলাকায় পুলিশের একটি দল টহল দিতে যায়। পুলিশের দলটি বড়চওনা বাজার থেকে আধা কিলোমিটার দক্ষিণে এলে সড়কে গাছ থাকায় গাড়ির গতি কমায়। এসময় দুর্বৃত্তরা হামলা করে। এবং পিকআপ ভ্যানটি ভাংচুর করে।

এ সময় চার পুলিশ সদস্য আহত হন। এ খবর সখীপুর থানায় পৌঁছালে উপজেলার বিভিন্ন স্থানে থাকা পুলিশের টহল বাহিনী বড়চওনার ঘটনাস্থলে গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে।

সাহস থাকলে আমাকে গ্রেফতার করুন: ড. কামাল

এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ