আওয়ার ইসলাম: নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সাভার, ধামরাই ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ব্যবসায়ী, কারখানার মালিক, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সাধারণ মানুষকে জিম্মি করে ও ভয় ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল একটি প্রতারক চক্র।
গতকাল মঙ্গলবার রাতে পৌর এলাকার জামসিং মহল্লায় এক বাড়ীতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে চাঁদাবাজি ও এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে ভয়ংকর এই চাঁদাবাজ ও প্রতারক চক্রের মূল নায়ক মফিজুর রহমান সোহেলসহ তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে গ্রেফতারকৃত ৪ জন সহ ৭ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দয়ের করা হয়েছে। দুপুরে তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।
চক্রের আরো ৮ সদস্য ও পৃষ্টপোষকদের পুলিশ খুঁজছে। চাঁদাবাজির ঘটনায় আটক হওয়া চার জন হলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জোতকুড়া গ্রামের আব্দুল হামিদ মোল্লার ছেলে মফিজুর রহমান সোহেল, ঢাকা জেলার ধামরাই থানার হরিদাসপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মবিনুর রহমান রবিন।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ানিয়া গ্রামের আবুল কালামের ছেলে নাজমুল হাসান (২৩), লক্ষিপুর জেলার রামগতি থানার চর আলগী গ্রামের এইচ এম হকের এইচ এম আতিক (৪৪)। মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার রিপন তালুকদারের বাড়ির ভাড়াটিয়া গার্মেন্টস ব্যবাসায়ী সাইফুল ইসলামের ভাড়া বাড়িতে প্রবেশ করে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে প্রতারক মফিজসহ ১১ জন প্রতারক। এ ধরনের হাজারো অপরাধের সঙ্গে তারা জড়িত ছিলো বলে জানায় পুলিশ।
-এটি