আওয়ার ইসলাম: ময়মনসিংহের ফুলপুর পৌরসভার প্যানেল মেয়রসহ বিএনপি ও যুবদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আটক হওয়া তিনজন হলেন ফুলপুর উপজেলা কৃষকদলের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র হুমায়ুন কবির মিলন, পয়ারী ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমান ও সাবেক ইউপি সদস্য বিএনপি নেতা মো. সুমন মিয়া।
ফুলপুর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলপুর থানায় বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
মেহেদী হাসান জানান, ১১ ডিসেম্বর বিকেল ৪টায় উপজেলায় শিক্ষক সমিতির সভা চলছিল। ওই সময় গ্রেপ্তারকৃতরা সভায় হামলা চালিয়ে ভাঙচুর ও হাতবোমা নিক্ষেপ করে।
এ সময় সাত-আটজন আহত হন। এই ঘটনায় দিবাগত রাত ১২টার পর ফুলপুর থানায় ২৯০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। মামলার বাদী উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম নোমান। সেই মামলার আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
‘প্রধান নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন’