বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ভৈরবে মসজিদে নামাজরত পাঁচ মুসল্লিকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কিশোরগঞ্জের ভৈরবে মসজিদে নামাজরত পাঁচ মুসল্লিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রোববার রাতে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আর্দশপাড়া গ্রামের খেয়াঘাট জামে মসজিদে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে।

খবর পেয়ে স্বজনরা আহতদের উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নীল মিয়া নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।

অন্য আহতরা হলেন নীল মিয়ার ভাই ইসমাঈল মিয়া, একই এলাকার আল বাহার মিয়ার ছেলে সফিক, সাঈদ মিয়ার ছেলে লিয়াকত মিয়া ও আব্দুল হেলিম মিয়ার ছেলে মুসলিম মিয়া। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার স্থানীয়রা এ ঘটনা সম্পর্কে জানান, পূর্ব শত্রুতার জেরে গতকাল রাতে ওই মসজিদে এশার নামাজ আদায়রত মুসল্লিদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে পাঁচ মুসল্লি আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে একটি লিখিত অভিযোগও পাওয়া গেছে। সেটি প্রক্রিয়াধীন আছে। এরই মধ্যে দোষীদের গ্রেপ্তারে মাঠপর্যায়ে পুলিশী অভিযান অব্যাহত আছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান তিনি।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ