আওয়ার ইসলাম: ঝিনাইদহে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আবদুর রহমান মিল্টন ও স্থানীয় দেশেরবাণী পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শনিবার রাতে শহরের এইচএসএস সড়কের ‘ঝিনাইদহের চোঁখ’ অনলাইন পত্রিকা অফিসে তাদের হামলা চালায় বলে জানা গেছে।
এ সময় তারা অফিস ভাঙচুর করে মোবাইল ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে যায়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিক মিল্টন গণমাধ্যমকে জানান, জহুরুল ইসলাম হিরো ও শামীমুল ইসলাম শামীম নামের দুই ব্যক্তি অফিসে এসে তাদের মারধর শুরু করেন। পরে অফিসের চেয়ার, টেবিল, কম্পিউটার ভাঙচুর করে মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম. রায়হান ও সাধারণ সম্পাদক নিজাম জোয়ার্দার বাবলুসহ জেলায় কর্মরত সাংবাদিকরা ঘটনাস্থলে যান। খবর পেয়ে পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, এ ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করা হবে।
‘ঐক্যফ্রন্ট নিজেরা নিজেদের ওপর হামলা চালাচ্ছে’
আরআর