বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

পাবনায় ট্রেনের ছাদ থেকে গার্ডারের ধাক্কায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার ঈশ্বরদী উপজেলায় হার্ডিঞ্জ ব্রিজের ওপরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের ছাদে ভ্রমণরত ছয়জন ট্রেনযাত্রী ব্রিজ গার্ডারের ধাক্কায় নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজ অতিক্রমের সময় এর ছাদে থাকা যাত্রীদের অসাবধানতায় গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে যায়। এ সময় আহত হয়েছেন আরো একজন।

আজ শুক্রবার ভোরে ঈশ্বরদীর পাকশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহিদ।

সে দুর্ঘটনায় গার্ডারে ধাক্কায় প্রথমে ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। পরে ব্রিজের অপর প্রান্তে আরো দুই যাত্রী নিহত হয়েছেন।

নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- হাকিম (১৭) বগুড়ার শৈলগাড়ি গ্রামের হফিজার রহমানের ছেলে ও শিবগঞ্জের জালাদুদ্দিনের ছেলে রবিউল (২০)। অন্যদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শহিদুল ইসলাম শহিদ জানান, ভোরে আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে খুলনায় যাচ্ছিল। পাকশি ও ভেড়ামাড়া সংযোগ হার্ডিঞ্জ ব্রিজের গার্ডারের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে ভেরামারা আরও দুজনের মৃত্যু হয়।

গ্রেপ্তারি ক্ষমতা নিয়েই মাঠে নামছে সেনাবাহিনী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ