বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

চট্টগ্রামে ২৫ মামলার আসামি ‘কিরিচ বাবুল’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ ২৫ মামলার আসামি দিদারুল হক কাজেমি ওরফে ‘কিরিচ বাবুলকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে বাকলিয়া থানার মোস্তফাবাগ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ওসি প্রণব চৌধুরী জানান।

তিনি বলেন, মাস্টারপুল এলাকার কাজেম আলী বাড়ির বাসিন্দা বাবুল পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’। তিনি স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

কিরিচ বাবুলের বিরুদ্ধে বছর দুয়েক আগে বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার এক মুক্তিযোদ্ধার পরিবারকে হুমকি দেওয়া, জায়গা দখলসহ বেশ কিছু অভিযোগ রয়েছে বলে জানান ওসি।

তিনি আরো বলেন, ২০১৫ সালে দক্ষিণ-পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ দখল করতে গিয়েছিলেন বাবুল। স্থানীয় লোকজন বাধা দিলে সেখানে তিনি বন্দুক উঁচিয়ে গুলি ছোড়েন। তার ছেলেও তার সঙ্গে মারামারিতে অংশ নেন।

২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর তিনটি কিরিচ, ছয়টি ছোরা, আটটি চাপাতি, খেলনা পিস্তল তিনটি, সেনাবাহিনীর দুটি বেল্ট এবং পুলিশের একটি বেল্টসহ র‌্যাবের হাতে ধরা পড়ছিলেন বাবুল। সে সময় কয়েকমাস কারাগারে থেকে জামিনে ছাড়া পান তিনি।

এরপর অনেক দিন ধরা ছোয়ার বাইরে থেকে এসব অপরাধ করে বেড়ান তিনি।

‘সাদপন্থীদের বর্বরতা ও সহিংসতা তাবলিগের ইতিহাসে একটি কালো অধ্যায়’‎


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ