আওয়ার ইসলাম: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী ও সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, টঙ্গী ইজতেমা মাঠে তাবলীগী সাথী ও মাদরাসার ছাত্রদের ওপর নির্মম ও বর্বরোচিত সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
নেতৃদ্বয় বলেন, এ ধরনের হামলা নিঃসন্দেহে তাবলীগ জামাতের জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। মানুষ মেরে কোন সমাস্যার সমাধান হয় না। ওলামাদের হত্যা করে চরম বিদ্বেষের পরিচয় দেয়া হয়েছে।
নেতৃদ্বয় মাওলানা সা’দ সাহেব প্রসঙ্গে দেশের শীর্ষ আলেমদের সিদ্ধান্ত মেনে নিতে তাবলীগের মুরব্বীদের আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, তাবলীগ জামায়াতের সুচনা হয়েছে দারুল উলূম দেওবন্দের সন্তানদের দ্বারা। বাংলাদেশের উলামায়ে কেরাম বিশেষ করে দেওবন্দী আলেমদের তাবলীগের প্রতি আন্তরিকতা, নিষ্ঠা ও দরদও সবচেয়ে বেশি।
তারা আরো বলেন, তাবলীগের সঙ্কটের ব্যাপারে দেশের শীর্ষ আলেম-ওলামাদের মতামতের প্রতি সবারই শ্রদ্ধা রাখা উচিত। বিশেষ করে দিল্লির মাওলানা সা’দ সাহেবের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম যে সুচিন্তিত মতামত পেশ করেছেন তা উপেক্ষা করা হলে তাবলীগ জামায়াতের সঙ্কট আরো ঘনিভূত হবে।
নেতৃদ্বয় বলেন, কোন ব্যক্তি বিশেষের ওপর দীনের সুমহান কাজ নির্ভরশীল নয়। এ বাস্তবতা সবাইকে উপলব্ধি করতে হবে। তারা ওলামায়ে কেরামের নেতৃত্বে তাবলীগের মেহনত অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আশুগঞ্জে সাদপন্থীদের গ্রেফতারের দাবিতে স্মারকলিপি প্রদান
আরআর