শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

জেদ্দায় রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিনকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এম ওয়াই আলাউদ্দিনকে সংবর্ধনা দিয়েছে ঢাকা ফ্রেন্ডস গ্রুপ।

সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন বস্তুনিষ্ঠ একজন সংবাদকর্মী, প্রিন্ট ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে থাকেন।

সোমবার (০৮অক্টোবর) সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দা নগরের একটি ইন্টারন্যাশনাল হোটেল অডিটোরিয়াম হলরুকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংগঠনের অন্যতম সদস্য মোক্তার হোসেনের সঞ্চলনায় ঢাকা ফেন্ডন্স গ্রুপের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- ফেন্ডন্স গ্রুপের চেয়ারম্যান মোল্লা নাজিম উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংবর্ধিত অতিথি রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের সভাপতি সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রিপোর্টার্স এসোসিয়েশন অব ইলেক্ট্রনিক মিডিয়া সৌদিআরব পশ্চিমাঞ্চলের সহভাপতি সাংবাদিক সাজিদুল ইসলাম, মুকুল সিকদার, নাজির হোসেন।

সভায় বক্তব্য রাখেন- কামাল হোসেন, মুহাম্মদ সুমন, এনায়েত উল্লাহ, শাহ আলম, হাবিবুর রহমান, কাউছার মিয়া, মেহেদি হাসান, সাইফুল ইসলাম, মুহাম্মদ সাঈদ, শিপন মিয়া, সাইদুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রবাসে শত প্রতিকূলতা সত্ত্বেও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ঢাকা ফ্রেন্ডস গ্রুপের চেয়ারম্যান ও সভাপতিসহ সংগঠনের সকল সদস্যকে বৃন্দ।

এতে সংবর্ধিত অতিথি এম ওয়াই আলাউদ্দিন আশা প্রকাশ করেন- ভবিষ্যতে প্রাবাসে অন্যান্য সামাজিক সংগঠনগুলো এভাবে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে উৎসাহ জোগাবে।

সৌদি না ইরান; কার সঙ্গে থাকবে পাকিস্তান?

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ