আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছেন কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
চিঠিতে কমনওয়েলথ মহাসচিব উল্লেখ করেন, কার্যকর গণতন্ত্রের জন্য বাংলাদেশে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।
এজন্য আগামী নির্বাচনে বিএনপিকে অংশ নিতে উৎসাহিত করেন তিনি। এ ছাড়া বাংলাদেশে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
চিঠিটি গত ২৮ সেপ্টেম্বর মির্জা ফখরুলের হাতে এসে পৌঁছায়। তবে সেটা জানাজানি হয় বৃহস্পতিবার। চিঠির বিষয়বস্তু নিয়ে শিগগিরই বিএনপির পক্ষ থেকে কমনওয়েলথ মহাসচিবকে নিজেদের মনোভাব জানিয়ে চিঠি দেয়া হবে বলে জানা গেছে।
চিঠিতে কমনওয়েলথ মহাসচিব তার বাংলাদেশ সফর এবং আগামী নির্বাচন প্রসঙ্গ তুলে ধরে লিখেছেন, 'সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়ে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সাক্ষাৎ করেছি।
আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। আমরা মনে করি, অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বিএনপি নির্বাচনে অংশ নেবে বলে আমরা আশা করি। সবার অংশগ্রহণে যাতে একটি সুষ্ঠু নির্বাচন হয় এ লক্ষ্যে আমরা আমাদের আওতার ভেতর থেকে সহায়তা করব। যারা মানবাধিকার এবং গণতন্ত্র নিশ্চিত করবে আমরা তাদের সঙ্গে থাকব।
আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার
ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর