আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলয়াস আহমদ বলেছেন, ছাত্র-জনতার অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে।
আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাস সরকার দলীয় ছাত্র সংগঠন দখল করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ ছাত্র-ছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষমতাসীনদের জুলুম নির্যাতরে শিকার হচ্ছে।
এ ধরণের কতৃত্ববাদী মানসিকতার অবসান ঘটাতে হবে। ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করতে হবে। দেশ জাতি ও ইসলামের পক্ষে ছাত্র মজলিস অতীতের মত ভবিষ্যতেও সোচ্চার থাকবে। ইসলাম বিরোধী সকল অপতৎপরতা আদর্শিকভাবে মোকাবেলা করতে হবে।
ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিন আয়োজিত সহযোগি সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আজ ৫ অক্টোবর ২০১৮ শুক্রবার সকাল ৯টায় বিজয়নগরস্থ ছাত্র মজলিস কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিন সভাপতি মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাকদ কে এম এমরান হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোঃ আবদুল জলিল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এনামুল হক সাদী, আবসার উদ্দিন হাওলাদার, নূরে আলম সিদ্দিকী, নফর শেখ প্রমুখ।
সমাবেশে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন থানা শাখার সভাপতি মনোনয়ন করা হয়। নবনির্বাচিত সভাপতিদের শপথ বাক্য পাঠ করান ঢাকা মহানগরী দক্ষিন সভাপতি মোঃ তাইফুর রহমান ।
আরো পড়ুন- মিরসরাইয়ে ‘জঙ্গি আস্তানা’য় অভিযানে ২ মরদেহ উদ্ধার
ব্যস্ততার জন্য যেসব পিন্সিপাল মাদরাসায় সময় দিতে পারেন না; তাদের জন্য সুখবর